News71.com
 Bangladesh
 30 Sep 19, 10:17 PM
 798           
 0
 30 Sep 19, 10:17 PM

আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা !!

আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা !!

নিউজ ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামে চাহিদা অনুযায়ী পানি পাচ্ছেন না নগরবাসী। পর্যাপ্ত পানি সরবরাহ করতে না পারলেও ফের পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। ৫ মাসের ব্যবধানে পানির দাম প্রতি হাজার লিটারে ৬১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি। উন্নয়ন কার্যক্রমের খরচ সমন্বয় করতে দাম বৃদ্ধির এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রামে সিস্টেম লস কম বলেও দাবি করেন তিনি। ওয়াসার তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীতে পানির চাহিদা প্রায় ৫০ কোটি গ্যালন। চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ৩৬ কোটি গ্যালন। গত মার্চে ওয়াসা আবাসিক খাতে প্রতি হাজার লিটার পানির দাম ৫ শতাংশ বাড়িয়ে ৯ টাকা ৯২ পয়সা করে। বাণিজ্যিক খাতে বাড়ায় ২৭ টাকা ৫৬ পয়সা। মাত্র ৫ মাসের ব্যবধানে পানির দাম আবারও বাড়িয়ে আবাসিক খাতে প্রতি হাজার লিটার ১৬ টাকা এবং বাণিজ্যিক খাতে ৪০ টাকা নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম ওয়াসা।

পানির দাম বাড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষের এই গণবিরোধী পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সম্প্রতি গণজমায়েত কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম গণঅধিকার ফোরাম নামের একটি সংগঠন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। গণজমায়েত শেষে মিছিল নিয়ে ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহাসচিব এমএ হাশেম রাজু, ভাইস চেয়ারম্যান আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন