নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে ২০টি তাজা হাত বোমা ও শটগানের ২৫ রাউন্ড গুলিসহ যুবদল নেতা মাহফুজুর রহমান বুলেটকে আটক করেছে পুলিশ। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক ও স্থানীয় নুরুল আলমের ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সদর থানার এসআই আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা বুলেট তার নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। তাকে আটকের পর তাদের রান্না ঘরে রাখা হাত বোমা ও গুলি উদ্ধার করা হয়। পরে বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।