News71.com
 Bangladesh
 30 Sep 19, 07:14 PM
 827           
 0
 30 Sep 19, 07:14 PM

নোয়াখালীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটকের ঘটনায় মিষ্টি বিতরণ॥

নোয়াখালীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটকের ঘটনায় মিষ্টি বিতরণ॥

নিউজ ডেস্কঃ নোয়াখালী সদরে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী জাহেদ হাসান জাহিদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শীর্ষ এ সন্ত্রাসীর আটকের ঘটনায় এলাকায় মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে একটি এলজি, দুটি কার্তুজ (গুলি) সহ তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসী জাহেদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে।দীর্ঘদিন থেকে তার ওপর নজরদারির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


আটককৃত জাহেদ সদর থানার হরিনারায়ণপুর এলাকার জাকের হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র এবং মাদক সহ আটটি মামলার রয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীর হোসেন জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন