নিউজ ডেস্কঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় চেয়ারম্যানকে লক্ষ্য করে ছোঁড়া গুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আরও অন্তত ১০ জন আহত হয়।রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রমনীর হাট বাজারের রহিমের চায়ের দোকানে এ ঘটনার ঘটে।গুলিবিদ্ধরা হলেন, ইউনিয়নের সুলতানপুর গ্রামের ব্যবসায়ী মো. ইব্রাহীম (২০), একই গ্রামের মমিন উল্লাহ (৫৫), কামাল হোসেন (২২)।স্থানীয়রা জানায়, আলাইয়াপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে রমনীর হাট বাজারের রহিমের চায়ের দোকানে চেয়ারম্যানকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি ছুঁড়ে। পরে চেয়ারম্যান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এক ব্যবসায়ী ও দুইজন এলাকাবাসীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়। এসময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আরও ১০ জন আহত হয়।
ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান অভিযোগ করে জানান, কবির হোসেন প্রকাশ ছালী, কবিরের সহযোগী সজিব, সাকিব, সাইফুল, রায়হান, জসিম, সজিব, মান্নান, শাকিল তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং হামলা চালায়। তিনি দাবি করেন, মাদক কারবারিদের বিরোধীতা এবং মাদক সেবীদের ধরিয়ে দেওয়ার জের ধরে তার উপর এ হামলা চালানো হয়।গোলাগুলি এবং সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশীদ জানান, পূর্ব শক্রতার জের ধরে চেয়ারম্যানের প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।