নিউজ ডেস্কঃ ভ্রাম্যমান দোকানের চটপটি খেয়ে কুমিল্লার লালমাই উপজেলার শাকেরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ২৬ জনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে কুমিল্লার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাকেরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্যাহ বলেন, ‘ছাত্রীরা বাইরের চটপটি ও ফুসকা খেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। স্কুলের সামনে বসা ৩ জন চটপটি দোকানিকে বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে।’ লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল আলী জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে ছাত্রীরা অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়ে উঠছে। আশংকার কিছু নেই।