News71.com
 Bangladesh
 28 Sep 19, 10:22 PM
 814           
 0
 28 Sep 19, 10:22 PM

কুমিল্লার লাকসামে চটপটি খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে॥  

কুমিল্লার লাকসামে চটপটি খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে॥   

নিউজ ডেস্কঃ ভ্রাম্যমান দোকানের চটপটি খেয়ে কুমিল্লার লালমাই উপজেলার শাকেরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ২৬ জনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে কুমিল্লার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাকেরা রজ্জব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্যাহ বলেন, ‘ছাত্রীরা বাইরের চটপটি ও ফুসকা খেয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদেরকে হাসপাতালে পাঠানো হয়। স্কুলের সামনে বসা ৩ জন চটপটি দোকানিকে বিদ্যালয়ে আটকে রাখা হয়েছে।’ লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল আলী জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলে ছাত্রীরা অসুস্থ হয়েছে। তাদের চিকিৎসা দেয়ার পর সুস্থ হয়ে উঠছে। আশংকার কিছু নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন