নিউজ ডেস্কঃ কক্সবাজারে হোপ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মানের মিডওয়াইফ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় হোটেল লংবীচে দেশের প্রথমবারের মতো এই সম্মেলন শুরু হয়। দুই দিন ধরে চলবে এই সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব ড. নাসিমা সুলতানা। বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, ডিজিএমএন এর পরিচালক (প্রশাসক) শিরিন দিলহুর, ওজিএসবি’র প্রেসিডেন্ট প্রফেসর সামিনা চৌধুরী, বিএনএমসি’র রেজিস্ট্রার সুরাইয়া বেগম, ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি অসা টরকিলসন।