News71.com
 Bangladesh
 28 Sep 19, 06:48 PM
 797           
 0
 28 Sep 19, 06:48 PM

নোয়াখালীতে সরকারী চাল বাজারে বিক্রি॥দোকান মালিকের জরিমানা-কর্মচারীর জেল  

নোয়াখালীতে সরকারী চাল বাজারে বিক্রি॥দোকান মালিকের জরিমানা-কর্মচারীর জেল   

নিউজ ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচরে হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল বাজারে বিক্রির অভিযোগে ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছু উদ্দিন বাবুলকে (৪০) ৩০ হাজার টাকা জরিমানা ও তার কর্মচারী হানিফকে আটক করা হয়। এ সময় তার দোকান থেকে ৯ বস্তা চাল জব্দও করা হয়। শনিবার দুপুরে উপজেলার চরওয়াপদা ইউনিয়নে থানারহাটে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছু উদ্দিন বাবুলকে জরিমানা ও কর্মচারী হানিফকে আটকের নিদের্শ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উল্যাহ জানান, স্থানীয়রা ১০ টাকা কেজি মূল্যের হতদরিদ্রের চাল বিক্রির সময় এক জনকে আটক করে খবর দেয়।

স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে সামছু উদ্দিন বাবুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বাবুল তার কর্মচারীর অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে বাবুলের কর্মচারী মো. হানিফ সরাসরি অপরাধের সাথে যুক্ত থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। প্রশ্ন হচ্ছে মালিকের অনুমতি ছাড়া কর্মচারির এমন কাজ করার কি সাধ্য আছে। প্রভাবশালী দোকান মালিককে বাদ দিয়ে কর্মচারির নামে মামলা রজু কতটা যুক্তিসম্মত সেটাই সকলের প্রশ্ন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন