News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:24 PM
 789           
 0
 27 Sep 19, 01:24 PM

হাতীবান্ধায় ভুয়া জন্ম সনদ তৈরির দায়ে দুইজনের কারাদণ্ড॥  

হাতীবান্ধায় ভুয়া জন্ম সনদ তৈরির দায়ে দুইজনের কারাদণ্ড॥   

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরির দায়ে দুইজনকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় তাদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। এর আগে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার টংভাঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (২৪) ও একই এলাকার মেনাজ উদ্দিনের ছেলে আতিয়ার রহমান (৪৫)। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন সাংবাদিকদের বলেন, ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করে বয়স ও ঠিকানা জালিয়াতি চক্রকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন