নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হ্নীলা জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। বিজিবির দাবি এ ঘটনায় তাদের তিন সদস্য আহত হয়েছেন। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, টেকনাফের হ্নীলা বিওপির টহল দল জালিয়াপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নৌকায় করে নাফ নদী পাড় হয়ে চারজন লোক জালিয়াপাড়ার দিকে যাচ্ছে। বিষয়টি তাদের সন্দেহ হলে নৌকাটিকে তীরে আসার জন্য সংকেত দেয়।
সংকেত পেয়ে নৌকা থেকে চারজনের মধ্যে দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে। একপর্যায়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক পাচারকারীরা। এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ১০ থেকে ১২ মিনিট গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।