News71.com
 Bangladesh
 27 Sep 19, 01:21 PM
 792           
 0
 27 Sep 19, 01:21 PM

চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সম্মেলন নভেম্বরে ।।

চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সম্মেলন নভেম্বরে ।।

নিউজ দেস্কঃ আগামী নভেম্বরে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে বর্ধিত সভায়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরের দোস্ত বিল্ডিংয়ের সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।উত্তর জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন । সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আওতাধীন যে সব উপজেলায় এখনো সম্মেলন হয়নি নভেম্বরের আগে তাদের সম্মেলন করার নির্দেশনা দেওয়া হয় এবং নভেম্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন