News71.com
 Bangladesh
 26 Sep 19, 11:34 AM
 847           
 0
 26 Sep 19, 11:34 AM

কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর মা স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যা॥

কক্সবাজারের উখিয়ায় এক প্রবাসীর মা স্ত্রী ও দুই সন্তানকে গলাকেটে হত্যা॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কোটবাজার পূর্বরত্নাপালং গ্রামে এক প্রবাসীর মা, স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫) দিনগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার চারজন হলেন- কুয়েত প্রবাসী রুখেন বড়ুয়ার মা সখী বড়ুয়া (৬০), স্ত্রী মিলা বড়ুয়া (২৪), দুই সন্তান রবিন বড়ুয়া (৫) ও সনি বড়ুয়া (৬) । উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরুল ইসলাম মজুমদার বলেন, আমরা এখন ঘটনাস্থলে আছি। চারজনকেই গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কীভাবে, কেন এ হত্যাকাণ্ড ঘটেছে, তা কিছুই বলা যাচ্ছে না। তিনি বলেন, যে বাড়িতে হত্যাকাণ্ড ঘটেছে, বাড়িটি পাকা বিল্ডিং। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগে থেকে ঘরের ভেতর ঢুকে লুকিয়ে ছিল। অথবা বাড়ির ছাদের ওপরের দরজা দিয়ে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন