নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা মো. ওমর ফারুক হত্যার আসামি আটক রোহিঙ্গা সন্ত্রাসী মো. হাসানকে (২০) নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে হাসান নিহত হন এবং পুলিশের তিন সদস্য আহত হন। আজ সোমবার ভোররাতে জাদিমোরা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকের মোঃ আমিরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, টেকনাফ থানার একদল পুলিশ হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. ওমর ফারুক হত্যা মামলার আটক রোহিঙ্গা সন্ত্রাসী হাসানের স্বীকারোক্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জাদিমোরা পাহাড়ে অভিযানে যায় পুলিশ।