News71.com
 Bangladesh
 23 Aug 19, 11:38 AM
 899           
 0
 23 Aug 19, 11:38 AM

কক্সবাজারে যুবলীগ নেতাকে তুলে নিয়ে গুলি করে হত্যা॥

কক্সবাজারে যুবলীগ নেতাকে তুলে নিয়ে গুলি করে হত্যা॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে ওমর ফারুক (৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তিনি হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলার জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার মো. মোনাফ প্রকাশ মোনাফ কোম্পানির ছেলে। তিনি হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমুরা এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন