News71.com
 Bangladesh
 17 Aug 19, 12:58 PM
 932           
 0
 17 Aug 19, 12:58 PM

চট্টগ্রামে অস্ত্রসহ সোহাগ গ্যং প্রধানসহ গ্রেফতার ৮॥

চট্টগ্রামে অস্ত্রসহ সোহাগ গ্যং প্রধানসহ গ্রেফতার ৮॥

নিউজ ডেস্কঃ নগরীতে অস্ত্রসহ ৮ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্রবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আগ্রাবাদ মৌলভীপাড়ার একটি ভাঙ্গারি দোকানের পেছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৮ জন হলো- সোহাগ বাদশা (২৪), মো. লিটন (২২), ইব্রাহীম খলিল (১৮), মো. সালাউদ্দিন (২২), কামরুল হাসান (২৮), মো. বাবু (২২), আব্দুল কাদের (২০) এবং মো. রবিন (২০)। গ্রেফতার সোহাগের বিরুদ্ধে ডবলমুরিং থানায় ৬টি, সালাহউদ্দিনের বিরুদ্ধে ২টি এবং লিটনের বিরুদ্ধে ১টি মামলা আছে।

পুলিশ জানায় গ্রেফতার ৮ জনের দলনেতা হচ্ছে সোহাগ বাদশা। এলাকায় তারা ‘সোহাগ গ্রুপ’ নামে চিহ্নিত। তারা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। রাজনৈতিক মিছিল, সভা-সমাবেশে অংশ নেয় তারা। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন জানান, তাদের কাছ থেকে ১টি এলজি ও ১টি কার্তুজ, ১টি চাপাতি এবং ১টি ছোরা উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন