News71.com
 Bangladesh
 11 Aug 19, 12:16 PM
 907           
 0
 11 Aug 19, 12:16 PM

টেকনাফে থেকে কোটি টাকার ইয়াবাসহ এক নারী গ্রেফতার॥

টেকনাফে থেকে কোটি টাকার ইয়াবাসহ এক নারী গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব-১৫।আটক নারী হলেন টেকনাফ হোয়াইক্যং ইউপি আমতলী এলাকার ইয়াছিন বেগম (২০)। হোয়াইক্যং ইউপি বাজার এলাকার  রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে গতকাল শনিবার বিকালে ইয়াবাসহ তাকে আটক করা হয়। র্যাব-১৫ এর কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান মামুন বলেন, মাদক ব্যবসায়ীরা সিএনজি যোগে টেকনাফ হতে ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশি চালিয়ে এক নারীর হাতে থাকা ভ্যানেটি ব্যাগ থেকে ইয়াবাসহ তাকে আটক  করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৯৯ লাখ টাকা। ইয়াবাসহ আটক নারীকে মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন