News71.com
 Bangladesh
 31 Jul 19, 06:32 PM
 851           
 0
 31 Jul 19, 06:32 PM

কুমিল্লায় ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী ও ৬টি গরুর মৃত্যু॥

কুমিল্লায় ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী ও ৬টি গরুর মৃত্যু॥

নিউজ ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে গরুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় ছয়টি গরু মারা গেছে। আজ বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকার বাসিন্দা আমান উদ্দিনের ছেলে সামিউল ইসলাম (৪৫), একই এলাকার আতিয়ার রহমানের ছেলে খোকন মিয়া (৪০) এবং ওই এলাকার আনোয়ার হোসেন (৪২)। চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঝিনাইদহ থেকে গরুবোঝাই ট্রাক চট্টগ্রামে যাচ্ছিল। চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। এ সময় ছয়টি গরুও মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন