নিউজ ডেস্কঃ টানা ভারিবর্ষণে আজ সোমবার চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, নাসিরাবাদ সিডিএ এভিনিউর বিভিন্ন অংশ, হালিশহর আবাসিকের বিভিন্ন সড়ক, পাঁচলাইশ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, চান্দগাঁও, সহ নগরীর প্রায় ৫০টি নীচু এলাকার সড়ক, ভবনের নীচতলা, শিক্ষা প্রতিষ্ঠা, সরকারি-বেসরকারি দপ্তর সমূহ হাঁটু থেকে কোমর সমান পানির নীচে তলিয়ে যাওয়ায় জনাসাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে।
ওয়াসার পাইপ বসানোর খোঁড়াখুঁড়ির কারণে বিনষ্ট হওয়া বিভিন্ন সড়কের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে বৃষ্টির পানিতে। বর্ষাতেই কেনো এই খোঁড়াখুঁড়ি এই প্রশ্ন উঠেছে বিভিন্ন নাগরিক ফোরাম থেকে। নগরীর রাস্তায় পানি ও গর্তের কারণে বাসটেম্পু চলাচল কম থাকায় চাকরিজীবী ও শিক্ষার্থীরা পড়েছে অশেষ কষ্টে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারিং বন্ধ প্রায়। এই বন্দরে ৩ নম্বর সংকেত রয়েছে, আবহাওয়া অফিস সকাল ১০টায় নতুন করে ভারিবর্ষণ অব্যাহত থাকার সতর্কতা দিয়েছে।