News71.com
 Bangladesh
 02 Jun 19, 08:20 PM
 976           
 0
 02 Jun 19, 08:20 PM

কাপ্তাই হ্রদ দখল করে বাড়ি নির্মাণ চেষ্টা॥ মাটিচাপায় নিহত ৩

কাপ্তাই হ্রদ দখল করে বাড়ি নির্মাণ চেষ্টা॥ মাটিচাপায় নিহত ৩

নিউজ ডেস্কঃ রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজের প্রবেশ মুখেই কাপ্তাই হ্রদের ওপর নির্মিতব্য অবৈধ একটি ভবনের ভিত নির্মাণের সময় মাটিচাপা পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন সেন্টু মিয়া (৪১), আঙ্গুর আলী (৬৫) ও মো. পাপ্পু মিয়া (৩৫)। আহত সাইফুলের বয়স ৪০। রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার উদয়ন চাকমা আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিরর করিম আকবর জানান, আজ রবিবার দুপুর ১টার পর মহিলা কলেজের পাশেই পারভীন নামের এক স্কুলশিক্ষিকার নির্মাণাধীন ভবনের ভিত নির্মাণের মাটি কাটার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে হ্রদ দখল করে ভবন নির্মাণে বিস্ময় প্রকাশ করে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন