News71.com
 Bangladesh
 19 May 19, 07:04 PM
 942           
 0
 19 May 19, 07:04 PM

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে আজ রবিবার পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনের নাম মো. ইউনুছ (২২) ও মো. ইয়াছিন (৩৫)। ইউনুছ ভোলা জেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের আবদুল খালেকের পুত্র। ইয়াছিন ফেনী জেলার সদর থানার বাতানিয়া গ্রামের কামাল হোসেনের পুত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, নগরীর মাঝিরঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ নিহত হন। একটি ভবনে সিঁড়ি দিয়ে ওপরে উঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ইউনুছ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ফৌজদাহাট বাইপাস মোড়ে পণ্যবাহী কাভার্ডভ্যান ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে মো. ইয়াছিন নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন