News71.com
 Bangladesh
 16 May 19, 07:29 PM
 899           
 0
 16 May 19, 07:29 PM

শুঁটকির প্যাকেটে ইয়াবা, গ্রেপ্তার ৩

শুঁটকির প্যাকেটে ইয়াবা, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্কঃ পর্যটক সেজে তাঁরা কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ফেরার আগে কেনেন শুঁটকি। আর শুঁটকির সঙ্গে কৌশলে ইয়াবা নিয়ে ঢাকায় ফিরছিলেন। কিন্তু পথে পুলিশ তাদের ধরে ফেলে। গতকাল বুধবার মধ্যরাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন পটুয়াখালীর মো. জুয়েল (৩০), মানিকগঞ্জের সাইদুর রহমান (২৫) ও একই এলাকার আছাদুল হক (১৮)।


পুলিশ সূত্র জানায়, কক্সবাজার থেকে শুঁটকির প্যাকেটে করে ইয়াবা পাচারের খবর পায় পুলিশ। এই তিনজন কক্সবাজার থেকে ঢাকাগামী দূরপাল্লার বাসে ওঠেন। গতকাল মধ্যরাতে উপজেলার মইজ্জারটেক তল্লাশি চৌকিতে ধরা পড়েন তাঁরা। ওই সময় শুঁটকির প্যাকেটে রাখা ৩৪০টি ইয়াবাসহ তিনজনকে আটক করে পুলিশ। এ ব্যাপারে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোবায়ের সৈয়দ বলেন, শুঁটকির প্যাকেটে করে ইয়াবা পাচারকালে আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন