News71.com
 Bangladesh
 16 May 19, 07:27 PM
 887           
 0
 16 May 19, 07:27 PM

উপজেলা নির্বাচন॥বি. বাড়িয়ার বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত-২০

উপজেলা নির্বাচন॥বি. বাড়িয়ার বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত-২০


নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাংচুর করা হয়েছে ৮টি গাড়ি। গতকাল বুধবার রাতের এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নাছিমা লুৎফুরের ২০ সমর্থকও আহত হন। জানা গেছে, হামলার সময় প্রার্থী গাড়ি বহরে ছিলেন না। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাহেদ হোসেন ভূইয়া জানান, উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামে গণসংযোগ শেষে গাড়ি বহর নিয়ে নাছিমার সমর্থকরা ফিরছিলেন। পথে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বুল্লা গ্রামের এক্তারপুর ব্রিজ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। তারা হরষপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান ভূইয়ার বাড়ির সামনে পৌঁছুলে চেয়ারম্যানের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক দর্পন রহমান ভূইয়া ও যুবলীগ সদস্য মোঃ আসমত আলীর নেতৃত্বে ৩০/৪০ জন রামদা, বল্লম, লাঠি-সোটা, রড নিয়ে অর্তকিত গাড়ি বহরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় গাড়িতে থাকা সমর্থকরা প্রাণ বাঁচাতে দিগ্বিদিক পালাতে থাকে।

হামলায় অনেকেই আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। মাধবপুর থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে গাড়ির আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণরূপে ভষ্মীভূত হয়ে যায়। ঘটনার রাতেই সহকারী কমিশনার (ভূমি) এবিএম মসিউজ্জামান ও বিজয়নগর থানার ওসি (তদন্ত) সুমন কুমার আদিত্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান প্রধান নির্বাচনী সম্বনয়ক ইঞ্জিনিয়ার মোশাহেদ হোসেন ভূইয়া। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১৮ই জুন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নাছিমা লুৎফর রহমান। তিনি কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমানের স্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন