News71.com
 Bangladesh
 14 May 19, 05:59 PM
 863           
 0
 14 May 19, 05:59 PM

চট্টগ্রাম বন্দরে কনটেইনারের ওপর ভেঙে পড়ল ক্রেন॥ লরি চালক আহত

চট্টগ্রাম বন্দরে কনটেইনারের ওপর ভেঙে পড়ল ক্রেন॥ লরি চালক আহত


নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে রফতানি পণ্যবোঝাই কনটেইনারবাহী দুটি লরির ওপর একটি জাহাজের ক্রেন ভেঙে পড়েছে। এ ঘটনায় লরির চালকরা আহত হলেও বড় ধরনের কোনো বিপদ হয়নি। এতে লরি ও কনটেইনারগুলোর ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দুপুরে বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের জিসিবি-৭ জেটিতে এ দুর্ঘটনা ঘটে। ক্রেন ভেঙে যাওয়া জাহাজটির নাম 'কোটা আরিফ'।বন্দরের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বন্দরের প্রকৌশল, মেরিন, পরিবহন, নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে ভাঙা ক্রেনটি দ্রুত অপসারণ করা হয়।


বন্দর কর্মকর্তা জানান, আমদানি পণ্যভর্তি ৫০১ টিইইউ'স কনটেইনার নিয়ে জাহাজটি জেটিতে ভিড়ে ছিল। পণ্য খালাস শেষে রফতানির জন্য পণ্যভর্তি কনটেইনার তোলার একপর্যায়ে এ দুর্ঘটনা ঘটে। আট শতাধিক কনটেইনার নিয়ে জাহাজটি বন্দর ছাড়ার কথা থাকলেও ক্রেন নষ্ট হওয়ায় তা আপাতত সম্ভব হচ্ছে না। এখন অর্ধেক কনটেইনার নিয়েই জাহাজটি বন্দর ছেড়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন