News71.com
 Bangladesh
 12 May 19, 05:51 AM
 931           
 0
 12 May 19, 05:51 AM

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন তার বোন॥

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন তার বোন॥


নিউজ ডেস্কঃ চট্টগ্রামে ঘরে ঢুকে এক নারীকে গুলি করে হত্যা করেছে শাহ আলম নামে এক যুবক। গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকায় এই ঘটনা ঘটে নিহত বুবলী আক্তার (২৮) বিবাহিতা। তার স্বামীর নাম আকরাম হোসেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, বুবলী কয়েক দিন আগে বাবার বাড়ি বজ্রঘোনার এই বাসায় বেড়াতে আসেন। শাহ আলম নামে এলাকার এক সন্ত্রাসীর সঙ্গে হাছান নামে তাদের এক আত্মীয়ের বিরোধ চলছিল। সেই সূত্র ধরে শাহ আলম রাতে হাছানকে খুঁজতে বুবলীদের বাসায় আসে। তাকে না পেয়ে সে বুবলীর ভাই রুবেলের দিকে বন্দুক তাক করে। এ সময় বুবলী তাকে আটকাতে গেলে গুলিবর্ষণ করে শাহ আলম। বুকে গুলিবিদ্ধ বুবলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন