News71.com
 Bangladesh
 08 May 19, 05:17 AM
 872           
 0
 08 May 19, 05:17 AM

বান্দরবানে গুলিতে জনসংহতি সমিতির কর্মী নিহত

বান্দরবানে গুলিতে জনসংহতি সমিতির কর্মী নিহত

নিউজ ডেস্কঃ বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে বিনয় তঞ্চঙ্গ্যা (৩৫) নামে জনসংহতি সমিতির এক কর্মী নিহত হয়েছেন। একই সময় আরেককর্মীকে অপহরণ করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে সদরের রাজবিলা ইউনিয়নের তাইং খালী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত বিনয় তঞ্চঙ্গ্যার বাড়ি রাঙামাটি জেলায়। তিনি তাইংখালী বাজারে মুদির ব্যবসা করতেন। অপহৃত ব্যক্তি হলেন পুরাধন তঞ্চঙ্গ্যা (৩২)। ওই এলাকার নয় নম্বর রাবার বাগানের শৈলতনপাড়া থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমা জানান, দু’জনই তাদের কর্মী এবং এএলপি (আরাকান লিবারেশন আর্মি) সমর্থিত স্থানীয়ভাবে মগ বাহিনী নামে একটি গ্রুপ এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে।এদিকে রাজবিলা ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যাং প্রু মারমা ঘটনার কথা স্বীকার করে জানান, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে।বান্দরবান পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার জানান, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও সেখানে অভিযানে গিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন