নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে জেলেদের একটি ট্রলার ডুবে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন জেলে নিখোঁজ রয়েছেন।সকালে ঘূর্ণিঝড় ‘ফণি’র সর্তক সংকেত উপেক্ষা করে ১০ জেলে নিয়ে জামাল ফিশিং নামের একটি ট্রলার দক্ষিণের গভীর সমুদ্রে যায়। পরে দুপুরে দিকে ট্রলারটি ডুবে যাওয়ার খবর আসে। জেলেদের উদ্ধারে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় চরমোন্তাজ পুলিশ তদন্ত বিভাগের ইনচার্জ সুদেব হাওলাদার গণমাধ্যমকে জানান, ট্রলার ডুবির ঘটনার বিষয়ে শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
ঘূর্ণিঝড় ‘ফণি’র তাণ্ডবের আশঙ্কায় ইতোমধ্যেই সারাদেশে সব ধরনের নৌচলাচল বন্ধ ঘোষণা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে।এদিকে, ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। সম্ভাব্য বিপদ মোবাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ আহমেদ।