News71.com
 Bangladesh
 12 Apr 19, 01:56 PM
 799           
 0
 12 Apr 19, 01:56 PM

ফেনীর ছাত্রী নিপীড়ক অধ্যক্ষের পক্ষ নেয়ায় আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার॥

ফেনীর ছাত্রী নিপীড়ক অধ্যক্ষের পক্ষ নেয়ায় আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার॥

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে আইনি সহায়তা দিয়ে বহিষ্কার হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল সোহাগ। আজ বৃহস্পতিবার ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম গণমাধ্যমকে জানান, কেন্দ্রের নির্দেশে বুলবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সিরাজউদ্দৌলাসহ অন্য আসামিদের আইন সহায়তা দেয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান আবদুর রহমান। এদিকে, কেন্দ্রের এ সিদ্ধান্তের আগেই গতকাল বুধবার বুলবুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা আওয়ামী লীগ। ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূর হোসেন জানান,গতকাল বুধবার উপজেলা কমিটি বসে অ্যাডভোকেট বুলবুল সোহাগকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি তাকে বুলবুলকে জানিয়ে দেয়া হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, দলের যেকোনো নেতাকে বহিষ্কারের এখতিয়ার রাখে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শৃঙ্খলাভঙ্গের দায়ে কাউকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করার ক্ষমতা তৃণমূলের আছে। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেন্দ্রীয় কমিটিরই। কেন্দ্র বুলবুলকে বহিষ্কারের চিঠি দেয়ায় সেটি কার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন