News71.com
 Bangladesh
 06 Apr 19, 05:10 AM
 860           
 0
 06 Apr 19, 05:10 AM

কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১২০ রোহিঙ্গা উদ্ধার॥

কক্সবাজার থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ১২০ রোহিঙ্গা উদ্ধার॥

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো হওয়া নারী ও শিশুসহ ১২০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কচ্ছপিয়া ঢালা নামক এলাকা থেকে এসব রোহিঙ্গাকে উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ২৬ শিশু, ৩৯ জন নারী ও ৫০ জন পুরুষ রয়েছে। পুলিশের উপস্থিতির টের পেয়ে দালালরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ওসি প্রদীপ বলেন, রাতে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করে টেকনাফের বাহারছড়া সাগর উপকূল এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে খবরে হোয়াইক্যং ইউনিয়নের কচ্ছপিয়া ঢালা নামক এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ১১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে।ওসি বলেন, ‘উদ্ধার হওয়া এসব রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে সংঘবদ্ধ একটি চক্র জড়ো করেছিল। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এসব রোহিঙ্গা।উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান প্রদীপ কুমার দাশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন