News71.com
 Bangladesh
 05 Apr 19, 05:05 PM
 859           
 0
 05 Apr 19, 05:05 PM

চট্টগ্রামে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী খুন॥

চট্টগ্রামে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী খুন॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে স্বামীর কোদালের আঘাতে খুন হয়েছেন স্ত্রী। হতভাগ্য ওই স্ত্রীর নাম নুর বানু (৪০)। আজ শুক্রবার সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার পশ্চিম অলীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আবদুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান বলেন, নিহতের স্বামী দীর্ঘদিন ধরে বেকার রয়েছেন। সংসারে অভাব অনটনের কারণে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবারও দু জনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মান্নান কোদাল দিয়ে আঘাত করে স্ত্রীকে হত্যা করে। খুনের পর পর স্থানীয় লোকজন মান্নানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ওসি বলেন, ‘গ্রেফতারের পর মান্নান অসংলগ্ন আচরণ করছে। তিনি মানসিক রোগী নাকি অপরাধ থেকে রক্ষা পাওয়ার জন্য এ ধরণের আচরণ করতে তা বুঝতে পারছি না। এ জন্য তার শারীরিক পরীক্ষা করা হবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন