News71.com
 Bangladesh
 02 Apr 19, 03:35 PM
 1052           
 0
 02 Apr 19, 03:35 PM

পটিয়ায় বাসের ধাক্কায় নিহত ১

পটিয়ায় বাসের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় রহিম উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যাত্রী। নিহত রহিমের বাড়ি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায়, তিনি মো. নুরনবীর ছেলে। আহতরা হলেন ভাটিখাইন এলাকার রফিকুল আলমের ছেলে মো. শুভ (১৭) ও একই এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে মো. বাদশা মিয়া (৪০)। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, রহিম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাজি ফকিরহাট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ১৩ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন