News71.com
 Bangladesh
 30 Mar 19, 01:46 PM
 1117           
 0
 30 Mar 19, 01:46 PM

নোয়াখালীর বেগমগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষ॥ মা-মেয়েসহ নিহত ৪  

নোয়াখালীর বেগমগঞ্জে বাস-অটোরিক্সা সংঘর্ষ॥ মা-মেয়েসহ নিহত ৪   

নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দিলে মা-মেয়েসহ ৪জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) ৩টা দিকে উপজেলার এখলাছপুর ইউনিয়নের মাইজদী-চৌমুহনী প্রধান সড়কের এখলাছপুর বাজার সংলগ্ন রশিদ কোম্পানীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সকলেই সিএনজি অটো রিক্সার যাত্রী।বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, দুপুরে ফেনী থেকে ছেড়ে আসা সুগন্ধা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস বেগমগঞ্জ উপজেলার মাইজদী-চৌমুহনী প্রধান সড়কের এখলাছপুর বাজার সংলগ্ন রশিদ কোম্পানীর বাড়ির সামনে পৌঁছে যাত্রী নামানোর জন্য সাইড করলে মাইজদী থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা সামনের দিক থেকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়।ঘটনাস্থলে বেগমগঞ্জের মুজাহিদ পুরের মা খদিজা বেগম (৪০) মেয়ে কামরুন নাহার পলি (২৪) এবং বেগমগঞ্জের দরবেশপুরের অহিদুজ্জামান শাকিল (১৯) ও মাওলানা রাজু আহম্মেদ (৩৫) নিহত হয়। গুরত্বর আহত রনি (২৫) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মা খদিজা মেয়ে পলিকে ডাক্তার দেখানোর পর মাইজদী থেকে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের মা-মেয়ে ঘটনাস্থলে মারা যায় এবং ছেলে রনিকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে। তার অবস্থা আশংকা জনক।আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের ময়ন্তা তদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটি আটক করেছে।নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ফজলে রাব্বানী জানান, আহত ১ জনকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে । নিহত ৪ জনের লাশ মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন