News71.com
 Bangladesh
 15 Feb 19, 07:43 AM
 1093           
 0
 15 Feb 19, 07:43 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করল সিএমপি॥

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করল সিএমপি॥

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আইন অনুষদ ভবনের সামনে পড়ে থাকা বোমা উদ্ধার করেছে সিএমপির বোম ডিসপোজাল ইউনিট। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই ইউনিটের সদস্যরা সেখানে গিয়ে কাজ শুরু করে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর। তিনি বলেন, বোমাটি আজ সকাল ১১টার দিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অনুষদের ডিন কার্যালয়ের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে গিয়ে এর আশপাশ এলাকা ঘিরে রাখে পুলিশ। পু্লিশের একটি সূত্র জানায়, পড়ে থাকা কালো রঙের বস্তুটি দেখতে হ্যান্ডমেইড গ্রেনেডের মতো। ইলেকট্রিক তার রয়েছে এর মধ্যে। আকৃতিতে চ্যাপ্টা গোলাকার। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মহসিন মিয়া জানান, আইন অনুষদের ডিন কার্যালয়ের সামনে পড়ে থাকা বোমা উদ্ধার করা হয়েছে। সিএমপির বোম ডিসপোজাল ইউনিটের ইনচার্জ পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন