নিউজ ডেস্কঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের নোম্যান্সল্যান্ডে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ১২৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত থেমে থেমে সীমান্তের কয়েকটি পোস্ট থেকে এ গুলি চালায় তারা। এতে তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে বাংলাদেশের ভূখণ্ডে চলে আসেন। তবে, কি কারণে বিজিপি রোহিঙ্গা শিবিরের কাছে এভাবে গুলিবর্ষণ করেছে তা এখনো জানা যায়নি। অবশ্য বাড়তি সতর্কতা হিসেবে সীমান্তে টহল জোরদার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিজিবি-১৭ ব্যাটালিয়নের মেজর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তের ৩৪-৩৬ পিলারের বিপরীতে মিয়ানমারের নয়টি পোস্ট এবং একটি ক্যাম্প রয়েছে। কিছু পোস্ট থেকে গতকাল রাতে গুলিবর্ষণ করা হয়। ১২০-২৫ রাউন্ডের মতো গুলি ছুড়েছে তারা। এগুলো ফাঁকা গুলি নাকি দুই পক্ষের মধ্যে গোলাগুলি তা আমরা নিশ্চিত হতে পারিনি। গুলিতে নোম্যান্সল্যান্ডে থাকা রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ছড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।