নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী বাস ও সিএনজিরচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী অঞ্জু রানী। তাদের বাড়ির জেলা শহরের পাইকপাড়া এলাকায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।