আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি কিন্ডারগার্টেন স্কুলের ১৪ শিশুকে ছুরিকাঘাত করেছে এক নারী। আজ শুক্রবার চীনা পুলিশ এই তথ্য জানায়। চীনের বানান জেলার চংকিং শহরে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়,আজ সকালে ক্লাস করার জন্য শ্রেণীকক্ষে প্রবেশ করছিল স্কুলের ছাত্রছাত্রীরা। এসময় অজ্ঞাত এক নারী ছুরি দিয়ে এলোপাথাড়িভাবে স্কুল ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। কমপক্ষে ১৪ জন এ হামলায় আহত হয়। আহতদের ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। ৩৯ বছর বয়সী ওই অজ্ঞাত মহিলাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়,অজ্ঞাত ওই মহিলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।