News71.com
 Bangladesh
 20 Oct 18, 06:13 AM
 1213           
 0
 20 Oct 18, 06:13 AM

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ ৩ মাদ্রক পাচারকারী আটক

কক্সবাজারে ১ লাখ ইয়াবাসহ ৩ মাদ্রক পাচারকারী আটক

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যা ব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। আজ শনিবার সকালে বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন,মোঃ জোহর ৩৫,মোঃ বেলাল ২২ ও মোঃ ছদরুল আমিন ২১। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র্যা ব। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যা্ব ৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন