নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যা ব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করা হয়। আজ শনিবার সকালে বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন,মোঃ জোহর ৩৫,মোঃ বেলাল ২২ ও মোঃ ছদরুল আমিন ২১। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র্যা ব। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যা্ব ৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।