নিউজ ডেস্কঃ ব্যাংক এশিয়ার চট্টগ্রামের ইপিজেড শাখায় ঋণ জালিয়াতির মামলায় এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি মোঃ শাহাবুদ্দিন আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোঃ সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন। এর আগে চট্টগ্রামের ইপিজেড থানার ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি আসামিকে রাজধানী থেকে গ্রেফতার করে। পরে নিয়মানুযায়ী ঢাকা মুখ্য মহানগর হাকিম সিএমএম আদালতে হাজির করে। তবে শুনানিকালে উভয় পক্ষের কোনো আইনজীবী ছিল না। মামলা সূত্রে জানা গেছে,আসামি শাহাবুদ্দিন এসএ গ্রুপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণে ঋণ সুবিধা গ্রহণ করেন।
তার মোট ঋণের পরিমাণ ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা। এর মধ্যে ব্যাংক এশিয়া চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউ শাখা থেকে তার নেওয়া ঋণের পরিমাণ ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া তিনি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৯৪০ কোটি ১০ লাখ ৫১ হাজার,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৩৬ কোটি ১১ লাখ ৪১ হাজার,ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৭০১ কোটি ৪৯ লাখ ৩১ হাজার,পূবালী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ২৯৭ কোটি ১১ লাখ ৪৮ হাজার,কৃষি ব্যাংকের ষোলোশহর শাখা থেকে ১৭৯ কোটি ৬৮ লাখ ৩৭ হাজার,অগ্রণী ব্যাংক করপোরেট শাখা থেকে ৫৪৮ কোটি ৪৪ লাখ,জনতা ব্যাংক শেখ মুজিব রোড করপোরেট শাখা থেকে ১১৮ কোটি ২২ লাখ ৭১ হাজার ও প্রাইম ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৫৫ কোটি ২৫ লাখ ৫২ হাজার টাকা ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণ পরিশোধ করা হয়নি।