নিউজ ডেস্কঃ বান্দরবানের আলিকদমে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আবদুর রহমান নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের নয়াপাড়ার তুলাতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রবিউল হাসান (২০), আলি জোহা (২৭)। আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক উল্লাহ জানান, আজ বিকেলে রবিউল, আলি ও আবদুর রহমান একটি বাড়িতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে রবিউল ও আলি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় আবদুর রহমানকে আলিকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।