নিউজ ডেস্কঃ চট্টগ্রামে দশতলা একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের হালিশহর থানা এলাকায় মর্মান্টিক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- মো. কাওসার (১৭) ও তোফাজ্জল হোসেন (১৮)। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ১০ তলা একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে ওই দুজনের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় ওই দুজনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।