নিউজ ডেস্কঃ চট্টগ্রামে পুলিশের হেফাজত থেকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল ইসলাম ও প্রসিকিউশন বিভাগের দায়িত্বে থাকা নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্ত করেন।
বরখাস্ত করা পুলিশ সদস্যরা হলেন- সিএমপির আকবর শাহ থানার উপ-পরিদর্শক ফখরুল ইসলাম ও চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন শাখায় দায়িত্বরত কনস্টেবল মো. খোকন। উল্লেখ্য,গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে পুলিশের হেফাজত থেকে মাসুদ রানা নামে এক আসামি পালিয়ে যান। তিনি নগরীর আকবর শাহ থানায় দায়ের হওয়া মাদক মামলার আসামি।