News71.com
 Bangladesh
 04 Aug 18, 04:22 PM
 1096           
 0
 04 Aug 18, 04:22 PM

ছাত্র আন্দোলনে উস্কানির অভিযোগে চট্টগ্রামে বিএনপি নেত্রী গ্রেফতার।।

ছাত্র আন্দোলনে উস্কানির অভিযোগে চট্টগ্রামে বিএনপি নেত্রী গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চলমান ছাত্র আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগে চট্টগ্রামের এক বিএনপি নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই নেত্রীর নাম ফাতেমা বাদশা। গতকাল শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার সুপারীওয়ালা পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ফাতেমা বাদশা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি। ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন,নগরীর আগ্রাবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফাতেমা বাদশা সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসময় তিনি ছাত্র-ছাত্রীদের উস্কানি দিয়েছেন। তাদের অবস্থান অব্যাহত রাখার অনুরোধ করেছেন। ভিডিও ফুটেজে তার জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন