নিউজ ডেস্ক: কুমিল্লা নগরের ঐতিহাসিক ধর্মসাগরে স্নান করতে গিয়ে জলে ডুবে নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলো- নগরের তালপুকুর পাড় এলাকার বাসিন্দা সিহাব (১৫) ও ফাহিম (১৪)।তারা দু’জন কুমিল্লা জিলা স্কুল ও মর্ডান হাই স্কুলের ছাত্র। আজ বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীদের বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, বিকেলে ধর্মসাগরে স্নান করতে নামে নবম শ্রেণিতে অধ্যয়নরত ১২ বন্ধু। তাদের মধ্যে দুইজন জলে ডুবে যায়। পরে সঙ্গের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।