News71.com
 Bangladesh
 24 Jul 18, 06:34 AM
 1168           
 0
 24 Jul 18, 06:34 AM

লক্ষ্মীপুরের রায়পুর থেকে ৪ শিবির কর্মী আটক।।

লক্ষ্মীপুরের রায়পুর থেকে ৪ শিবির কর্মী আটক।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে রায়পুর উপজেলা থেকে ৪ শিবির কর্মীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার হায়দরগঞ্জ এলাকায় গোপন বেঠক করার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি জিহাদী বইও পাওয়া গেছে। আটতককৃতরা হলেন কেরোয়া ইউনিয়নের মো. নূর হোসেন (৩২), চরবংশী ইউনিয়নের মো. আরিফুর রহমান (২৫), একই ইউনিয়নের মো. বিল্লাল হোসেন (২৫) ও ১০নং রায়পুর ইউনিয়নের মো. মামুনুর রশিদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপন বৈঠকের মাধ্যমে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ছাত্রশিবিরকে সক্রিয় রাখার চেষ্টা করছে। শিবিরের কয়েকজন কর্মী হায়দরগঞ্জ বাজার এলাকায় গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা ছাত্রশিবিরের সক্রিয় কর্মী বলে জানান স্থানীয়রা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর মিয়া রহমান জানান,মামলা করে অভিযুক্তদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন