News71.com
 Bangladesh
 23 Jul 18, 01:29 PM
 1196           
 0
 23 Jul 18, 01:29 PM

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছবাহী পিকআপ ভ্যান ও পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছেন আরো তিনজন।আজ সোমবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক সিরাজুল ইসলাম (৪০) ও তার সহযোগী লোকমান মিয়া (৩২)। আহতরা হলেন- ভজন সরকার (১৯) সাধু দাস (১৮) ও কাভার্ড ভ্যানের চালক কামাল হোসেন (৪৫)। তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, সকালে মাছবাহী একটি পিকআপ ভ্যান জেলার বিজয়নগর উপজেলা থেকে শাহবাজপুরে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয় ও তিনজন গুরুতর আহত হয়।ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন