নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যা ব। র্যা ব গতকাল শনিবার মধ্যরাতে মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র তৈরির একটি বড় কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। অভিযানকে ঘিরে দ্বীপজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চট্টগ্রামস্থ র্যা ব -৭ ও র্যাদবের কক্সবাজার ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চলছে বলে জানা গেছে।