News71.com
 Bangladesh
 30 Jun 18, 05:56 AM
 1620           
 0
 30 Jun 18, 05:56 AM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরিচাপায় ছাত্রলীগ নেতা নিহত।।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লরিচাপায় ছাত্রলীগ নেতা নিহত।।

নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লরিচাপায় সোলোমান খান (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমান চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী ছিলেন। তিনি ওই উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর গ্রামের আদম খানের ছেলে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সোলেমান তার মোটরসাইকেল যোগে চম্পকনগর থেকে সিঙ্গারবিল যাওয়ার পথে খিরাতলা এলাকায় একটি লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন