নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে।গতকাল রবিবার ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম নুর মোহাম্মদ (৩৬)।তিনি ওই গ্রামের চৌকিদার বাড়ির কবির আহমদের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বগাচতর গ্রামের নুর মোহাম্মদ একজন মত্স্যজীবী।প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। রবিবার ভোর ৫টার দিকে মাছ ধরা শেষে ঘরে ফেরার পথে বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়।এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,মত্স্যজীবী নুর মোহাম্মদ সাগর থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।