News71.com
 Bangladesh
 18 Jun 18, 06:40 PM
 1346           
 0
 18 Jun 18, 06:40 PM

কক্সবাজারের উখিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু।।

কক্সবাজারের উখিয়ায় পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু।।


নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় একই পরিবারের তিন শিশু পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। পুকুর পাড়ে খেলা করার সময় আকস্মিকভাবে তিন শিশুই পড়ে যায় পুকুরে। স্থানীয় সাবেক ইউপি মেম্বার আয়ুবুল ইসলাম জানিয়েছেন,পুকুরে ডুবে মৃত্যুর শিকার শিশুরা হচ্ছে গ্রামের বাসিন্দা আবুল কালামের দুই কন্যা সাফা মারওয়া (৬) ও সাফা মারওয়া (৩) এবং আবুল কালামের কনিষ্ঠ ভ্রাতা আবু সিদ্দিকের পুত্র মোহাম্মদ ফাহিম (৮)। উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. প্রগতি চাকমা জানিয়েছেন,তিন শিশুকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হলেও তার আগেই তাদের মৃত্যু হয়েছে। পুকুরে পড়ে তিন শিশুর প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন