নিউজ ডেস্কঃ রাঙামাটি জেলা বাঘাইছড়িতে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম বালুখালী এলাকায় ঘন্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্বেগ-উৎকন্ঠা দেখা দেয় স্থানীয় গ্রামবাসীর মধ্যে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং গণতান্ত্রিক ইউপিডিএফ ওরফে বর্মা গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন ধরে। এ ঘটনার জের ধরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের পশ্চিম বালুখালী এলাকায় ফের ইউপিডিএফ মূলদল ও ইউপিডিএফ বিদ্রোহী গ্রুপ অর্থাৎ বর্মা গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়।
এসময় উভয় পক্ষে মধ্যে প্রায় ৩০০ থেকে ৩৫০ রাউন্ড গুলিবিনিময় হয়। একই সাথে ২টি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ করে তারা। তবে এঘটনায় উভয় দলের মধ্যে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে যৌথবাহিনীর দল ঘটনাস্থলে গেলে সংর্ঘষকারীরা পালিয়ে যায়। বাঘাইছড়ি উপজেলা থানার ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে নিউজ৭১ ডটকমকে বলেন, শুনেছি উপজেলার পশ্চিম বালুখালী ইউপিডিএফের দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলটি পাহাড়ের দূর্গম এলাকায়। তাই এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।