নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল চাপায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার কুতুপালং ডি-রোহিঙ্গা ক্যাম্পের ৭ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান,উখিয়ার কুতুপালং এলাকার ৭নং ক্যাম্পের আবদু শুক্কুরের বসতবাড়িটি তৈরি করা হয়েছিল মাটির দেয়াল দিয়ে। বৃষ্টির কারণে মাটির দেয়াল ভেঙে পড়ে আবদু শুক্কুরের ঘুমন্ত দুই বছর বয়সী সন্তান সুলতান আহমদের উপর। এতে শিশু সুলতান আহমদের মৃত্যু হয়।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান জানান,উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঝড়ো হাওয়া ও বর্ষণে বেশকিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষণে পাহাড়ের ঢালুতে থাকা নিচু এলাকার ক্যাম্পগুলো প্লাবিত হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস আরও কয়েকদিন দমকা হাওয়া ও বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে। এছাড়া কক্সবাজার সমুদ্র বন্দরকে দেয়া ৩নং স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রাখা হয়েছে।