নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগিচা এলাকায় মোছা. রিতা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরে সেগুনবাগিচা এলাকার অফিসার্স কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিতা একই এলাকার মো. মাহমুদের স্ত্রী বলে জানিয়েছে পু্লিশ।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতাল পু্লিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, রিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।